Download : Jodi Dekhi Neel Akash
Band Name : Recall
Leanth : 3.35
Size : 4.92 mb
Quality : 320 kbps
More Unreleased Tracks
Lyrics
যদি দেখি নীল আকাশ……তোমার চোখে দেখে……সাদা মেঘদল…থাকি নীলিমা জুড়ে………যদি বলি তুমি ভোর……আর শুদ্ধ অনুভুতি ধরেআমার আছো অস্তিত্ব জুড়ে……তাই দেখো ঘুম ঘুম চোখনীলে মিশে খুব ম্লান হোকআমি ভিজে যাই,ভিজে যাই তোর শ্রাবণেতাই ডুবে যায় মন তখনমায়াময় সে চোখ যখনআমি মিশে যাই,মিশে যাই তোর হাসিতেযদি চাও তুমি তোমার সুরে আমি গেয়ে যাবো তোমারি গানযেন এই আমি আছি তোমার আজোআর যত ভুল, তোমার রঙ্গে গড়া অভিমান, তোমায় ভেঙ্গে গড়াআবারো বলছি তোমায় শোনো……আমার রঙ্গে…..যাও হারিয়ে……হারিয়ে যাও তুমি……তাই দেখো ঘুম ঘুম চোখনীলে মিশে খুব ম্লান হোকআমি ভিজে যাই,ভিজে যাই তোর শ্রাবণেতাই ডুবে যায় মন তখনমায়াময় সে চোখ যখনআমি মিশে যাই,মিশে যাই তোর হাসিতে
খুব সুন্দর। অনেক ভাল লাগল। এই রকম প্রয়োজনীয় পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ। সময় থাকলে আমার list of online shopping sites সাইটে ঘুরে আস্তে পারেন।
ReplyDelete